অবশেষে অনশন ভাঙলেন তারেক রহমান
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় টানা পাঁচ দিন আমরণ অনশন শেষে অনশন ভেঙেছেন ‘আমজনতার দল’-এর সদস্যসচিব মো. তারেক রহমান।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আশ্বাসে অনশন ভাঙেন তিনি।
সালাহউদ্দিন আহমদ এ সময় তারেক রহমানকে বলেন, ‘আগামীকালই আপিল আবেদন করবে। কিছু প্রক্রিয়া সংশোধন করতে হবে। এখন তোমার অনশন ভাঙা উচিত তুমি অনেক কষ্ট করেছো।’ এর পরপরই তারেক রহমান স্যালাইন পান করে অনশন ভাঙেন।
আমজনতার তারেককে আপিল করার আহ্বান ইসিরআমজনতার তারেককে আপিল করার আহ্বান ইসির
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে দলের নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে অনশন শুরু করেছিলেন তারেক রহমান। অনশনের সময় তার শারীরিক অবস্থা অবনতি ঘটে, পরে রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ইসি সূত্রে জানা গেছে, ‘আমজনতার দল’ চাইলে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে এবং প্রয়োজনীয় সংশোধন জমা দিতে পারবে।



























