মুসেত্তিকে হারিয়ে জোকোভিচের ইতিহাস
কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের মতো তরুণ তারকাদের বিপক্ষে সাম্প্রতিক সময়ে কিছুটা ভুগতে দেখা গিয়েছিল নোভাক জোকোভিচকে। তবে সমালোচকদের সব প্রশ্নের জবাব দিলেন এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে। ঘুরে দাঁড়ানো জয়ে ইতালির লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ক্যারিয়ারের ১০১তম শিরোপা তুলে নিলেন এই সার্ব তারকা।
ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ীদের তালিকায় এখন ১১তম স্থানে আছেন জোকোভিচ। ৩৮ বছর ৫ মাস বয়সে তিনি ১৯৭৭ সালের পর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে কোনো এটিপি ইভেন্টে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন, যা শেষবার করেছিলেন কিংবদন্তি কেন রোজওয়েল।
একই সঙ্গে আরেক রেকর্ড গড়লেন জোকোভিচ। হার্ড কোর্টে এটিপি ক্যারিয়ারের ৭২তম শিরোপা জিতে ছাড়িয়ে গেলেন রজার ফেদেরারকে (৭১টি)। এর মাধ্যমে তিনি হার্ড কোর্টে সর্বাধিক শিরোপা জয়ীর নতুন বিশ্বরেকর্ড স্থাপন করলেন।
এর আগেই ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (২৪), সবচেয়ে বেশি ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) এবং কোয়ার্টার ফাইনাল (৬৪) খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন জোকোভিচ।
মুসেত্তিকে হারানোর পর আবেগঘন প্রতিক্রিয়ায় জোকোভিচ বলেন, “অসাধারণ এক লড়াই ছিল এটি—তিন ঘণ্টার কঠিন ম্যাচ, শারীরিকভাবে চ্যালেঞ্জিং। যে কারও পক্ষে জেতা সম্ভব ছিল। লরেঞ্জোকে ধন্যবাদ অসাধারণ পারফরম্যান্সের জন্য। এই লড়াইয়ে জিততে পেরে আমি গর্বিত।”
তবে এই জয় উদযাপনের মধ্যেই ভক্তদের হতাশ করলেন সার্বিয়ান কিংবদন্তি। জানালেন, কাঁধের চোটের কারণে আগামী এটিপি ফাইনালস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি।



























