‘স্বার্থপরের’ সাফল্যে উচ্ছ্বসিত শুভশ্রী
টানা সাফল্যের ধারায় ভাসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’ মুক্তির পরই হইচই ফেলে দিয়েছে ডিজিটাল দুনিয়ায়। মুক্তির প্রথম দিনেই হাজারো দর্শক সিরিজটি দেখে ফেলেছেন। অভিনয়ে আবারও নিজেকে প্রমাণ করেছেন এই গুণী তারকা।
তবে শুধু ‘অনুসন্ধান’ নয়—চলতি বছর শুভশ্রীকে দেখা গেছে ‘গৃহপ্রবেশ’ সিনেমাতেও, আর বক্স অফিসে মোটামুটি সাড়া ফেলেছিল তার ‘ধুমকেতু’ ছবিও। কিন্তু আশ্চর্যের বিষয়, নিজের কাজের বাইরে অন্য এক ছবির সাফল্য নিয়েও দারুণ উচ্ছ্বসিত হয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, “আমার নিজের ছবি ছাড়াও আমি এই মুহূর্তে কোয়েলদির ছবি ‘স্বার্থপর’-এর সাফল্যে ভীষণ খুশি। এত সুন্দর একটা সিনেমা, কোয়েলদির অসাধারণ অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে।”
তিনি আরও যোগ করেন, “এমন একটা ছবির সত্যিই প্রয়োজন ছিল। কোয়েলদিকে নিয়ে আমি ভীষণ গর্বিত। ‘স্বার্থপর’-এর সাফল্য আরও পাঁচজন পরিচালক ও প্রযোজককে সাহস জুগিয়েছে—এমন সাহসী ও মানসম্মত ছবি বানানোর।”
শেষে শুভশ্রী বলেন, “ইতোমধ্যেই অনেকেই হয়তো আগামী দিনে এমন গল্পনির্ভর কাজের পরিকল্পনা করে ফেলেছেন। এই ধরনের ছবি আমাদের সবার জন্যই গর্বের।”



























