সোমবার ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:২২, ২২ এপ্রিল ২০২৪

সারাদেশ ৩ দিনের হিট অ্যালার্ট জারি

সারাদেশ ৩ দিনের হিট অ্যালার্ট জারি
সংগৃহীত

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ। বৈশাখের খরতাপে কয়েকদিন ধরেই হাঁসফাঁস করছে। এই পরিস্থিতি বিবেচনা করে আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন ধরে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২২ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়ছে।

এতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনের অস্বস্তি বাড়তে পারে।

এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রথমবার তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হয়।

আ/ম

 

জনপ্রিয়