শনিবার ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২০ ডিসেম্বর ২০২৫

বিদ্রোহী কবির পাশে চিরঘুমে ওসমান হাদি

বিদ্রোহী কবির পাশে চিরঘুমে ওসমান হাদি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে দাফন করা হয় শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায়। তার শেষ বিদায়ে লাখো মানুষের ভালোবাসার জোয়ার দেখা যায় শাহবাগ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষ অংশ নিয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন তার বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৮ ডিসেম্বর মারা যান। পরদিন দেশে তার মরদেহ এসে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন করা হয়। তার হত্যার দ্রুত বিচার দাবি তুলেছেন শোকাহত জনতা।

জনপ্রিয়