হাদি চিরদিন বাংলাদেশের মানুষের বুকের ভেতর থাকবে: প্রধান উপদেষ্টা
শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “শহীদ হাদি আমাদের বুকের ভেতরে আছেন। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তিনি সব বাংলাদেশির হৃদয়ে থাকবেন। এটা কেউ সরাতে পারবে না।”
শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান হাদির নামাজের জানাজায় শরিক হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
অধ্যাপক ইউনূস বলেন, “আমরা প্রিয় হাদির বিদায় দিতে আসিনি। বরং তাঁর স্বপ্ন পূরণের ওয়াদা করতে এসেছি। এই দায়িত্ব শুধু বর্তমান প্রজন্মের নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সকল মানুষ বহন করবে।”
তিনি হাদির মানবপ্রেম, সহজ সম্পর্ক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, “এই গুণগুলোই আজ তাকে সবার প্রশংসার কৃতিত্ব দিয়েছেন। আমরা মনেপ্রাণে গ্রহণ করব এবং সবসময় অনুসরণ করব।”
উল্লেখ করে বলেন, হাদির দেওয়া মন্ত্র—‘বল বীর, উন্নত মম শির!’—চিরকাল বাংলাদেশের সঙ্গে সংযুক্ত থাকবে।
প্রধান উপদেষ্টা বলেন, “এই মন্ত্র দেশের সন্তানরা জন্মলগ্ন থেকে বেঁচে থাকার পর্যন্ত স্মরণ করবে। আমাদের শির কখনো নত হবে না। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো।”
নির্বাচন ও রাজনীতির ক্ষেত্রেও হাদির শিক্ষার প্রতি গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, “হাদি আমাদের দেখিয়েছেন কিভাবে নির্বাচনে অংশ নিতে হয়, কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হয় এবং কিভাবে বিনীতভাবে আচরণ করতে হয়। আমরা এই শিক্ষা আমাদের রাজনৈতিক জীবনে প্রয়োগ করতে চাই।”



























