১৭ বছর পর শুধু তারেক রহমান নয়, গণতন্ত্র ফেরত আসছে: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৭ বছর পর শুধু তারেক রহমানই নয়, বাংলাদেশে গণতন্ত্রও ফিরছে, যা জনগণ স্বাগত জানাবে।
শনিবার (২০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর গোপীবাগে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ঢাকার বাইরে থেকে আসা নেতারাও ‘মেহমান’।
বিএনপি কখনও মবের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, ‘যারা মব তৈরি করছে তারা বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তবে ষড়যন্ত্রে বিএনপি হাত-পা গুটিয়ে বসে থাকবে না, জবাব দেবে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই এবং গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র ব্যর্থ হবে।’



























