শনিবার ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ২২ নভেম্বর ২০২৫

এবার বাইপাইলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

এবার বাইপাইলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই সাভারের বাইপাইলে আবারও ৩ দশমিক ৩ মাত্রার কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ (শনিবার, ২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে এ কম্পন রেকর্ড করা হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল বাইপাইল।

‘আর ১০ সেকেন্ড স্থায়ী হলে ভূমিকম্পে সমগ্র ঢাকাতেই বিপর্যয় নেমে আসতো’
এর আগে গতকাল (শুক্রবার, ২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন।

জনপ্রিয়