শনিবার ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রাহায়ণ ১৪৩২

বি‌নোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ২২ নভেম্বর ২০২৫

সুখবর দিলেন সোনম

সুখবর দিলেন সোনম
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও মা হতে চলেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা এক ছবিতে দেখা গেছে—লং কোট ও স্কার্টে সোনমের পরিপূর্ণ বেবিবাম্প স্পষ্ট, মুখজুড়েই উজ্জ্বল হাসি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন মাত্র একটি শব্দ— ‘মা’।

সোনমের পোস্টটি সঙ্গে সঙ্গে নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করেন স্বামী আনন্দ আহুজা। মজার ছলে তিনি লেখেন, ‘ডাবল ট্রাবল’, যার অর্থ—জোড়া ঝামেলা বা ডাবল আনন্দ।

ছবি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা। নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন—সোনমের এই লুক দেখে মনে পড়ছে প্রিন্সেস ডায়ানার কথা; মাতৃত্বের দীপ্তিতে মুগ্ধ সবাই।

বলিউডে সোনমের যাত্রা শুরু হয়েছিল সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ (২০০৭) সিনেমার মাধ্যমে, রণবীর কাপুরের বিপরীতে। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কয়েকটি আলোচিত ছবিতে। সর্বশেষ তাকে দেখা যায় ২০২৩ সালের ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’–এ।

বর্তমানে পরিবার নিয়েই সময় কাটছে এ অভিনেত্রীর। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। চলতি আগস্টে ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন করেন তারা।

এর আগে গত অক্টোবরে মুম্বাইয়ে নবরাত্রি উদযাপনের সময় দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ করেন সোনম। এরপর থেকেই পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে চলছে নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি।

জনপ্রিয়