বাইপাইল নয়, আজকের ভূমিকম্পের উৎপত্তিও নরসিংদীতে
ঠিক যেন কাঁপনের পর কাঁপন—এক দিনের ব্যবধানও রাখলো না প্রকৃতি। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক যখন পুরোপুরি কাটেনি, ঠিক তার আগেই শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আবারও ভূমিকম্প অনুভূত হয়। যদিও রিখটার স্কেলে মাত্রা ছিল কম, তাই বড় কোনো ক্ষতি বা প্রভাব তৈরি হয়নি।
শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিজাম উদ্দিন আহমেদ গণমাধ্যেমকে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী মৃদু এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকার ২৬ কিলোমিটার দূরে গাজীপুরের বাইপাইল। রিখটার স্কেলে এর মাত্রা রেকর্ড হয় ৩ দশমিক ৩। গভীরতাও ছিল আগের দিনের ভূমিকম্পের মতোই। সরকারি পর্যবেক্ষণ ওয়েবসাইটেও শুরুতে এ তথ্যই প্রদর্শিত হয়।
তবে দুপুর ১টার দিকে ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করে জানানো হয়—শনিবারের ভূমিকম্পটির প্রকৃত উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে। ঢাকার আবহাওয়া অফিস থেকে পলাশের দূরত্বও একইভাবে ২৬ কিলোমিটার হিসেবে দেখানো হয়েছে।



























