রাজধানীতে ফের ভূমিকম্প
রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬ টা ৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ হতে ১০ কিলোমিটার গভীরে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সাংবাদিকদের জানান, তারা সিসমিক সেন্টার থেকে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
এর আগের দিন দেশব্যাপী আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।



























