শুটিং সেটে আহত শ্রদ্ধা কাপুর
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। একটি দৃশ্যের শুটিং চলাকালে হঠাৎ পায়ে চোট পেয়ে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হয়। তবে স্বস্তির খবর—আঘাতটা বেশ ব্যথাযুক্ত হলেও গুরুতর নয়। চিকিৎসকদের পরামর্শে এখন তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, বর্তমানে শ্রদ্ধা ‘ঈথা’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ছবিটি প্রখ্যাত মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে।
দুর্ঘটনাটি ঘটে সিনেমার একটি বিশেষ দৃশ্য শুট করার সময়। যেখানে শ্রদ্ধাকে মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নৃত্য পরিবেশন করতে হচ্ছিল। এই নাচের জন্য তিনি পরেছিলেন ভারী শাড়ি, গয়না এবং প্রায় ১৫ কেজি ওজনের জাঁকালো সাজসজ্জা। কোমরে বাঁধা ছিল একটি ভারী কোমরবন্ধনী।
দ্রুত লয়ে নাচতে নাচতেই হঠাৎ সেই কোমরবন্ধনীটি খুলে সজোরে তার পায়ের ওপর পড়ে যায়, আর তাতেই তিনি তীব্র আঘাত পান।
চিকিৎসকদের মতে, চিন্তার কিছু নেই—ধকল কাটাতে কয়েকদিন বিশ্রামেই তিনি পুরোপুরি সেরে উঠবেন। আশা করা হচ্ছে, খুব শিগগিরই শ্রদ্ধা আবারও শুটিং সেটে ফিরবেন।



























