রোববার ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রাহায়ণ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ২২ নভেম্বর ২০২৫

সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল

সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল
ছবি: সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম সাকিব আল হাসানের রেকর্ড ভাঙলেন।

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড স্পর্শ করতে তাইজুলকে মাত্র ৫ উইকেট দূরে থাকতে হয়েছিল। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ১ উইকেট এবং তৃতীয় দিন আরও ৩ উইকেট শিকার করে সাকিবের সমান ২৪৬ উইকেট করেন তাইজুল।

চতুর্থ দিনে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এন্ডি বলবির্নকে আউট করে তাইজুল ইসলাম বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে রেকর্ড গড়েন।

২০১৪ সালে কিংস্টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া তাইজুল এখন পর্যন্ত ৫৭ টেস্টে ২৪৯ উইকেট শিকার করেছেন। অন্যদিকে, ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন সাকিব আল হাসান। ৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন ডান-হাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ।

জনপ্রিয়