উপকূল বাঁচাতে বনায়ন ও কৃষি সংরক্ষণ জরুরি : পরিবেশ উপদেষ্টা
উপকূলীয় অঞ্চলকে বনায়ন ও কৃষির জন্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, উপকূলীয় এলাকার সমস্যাগুলো দিন দিন দ্রুত জটিল আকার ধারণ করছে। এসব সংকট মোকাবিলায় স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি লক্ষ্য নির্ধারণের পাশাপাশি দূরদর্শী ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে দুদিনব্যাপী জাতীয় উপকূল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রতিদিনই নতুন নতুন দুর্যোগের জন্ম হচ্ছে। এতে প্রাকৃতিক সম্পদ ও কৃষিজমি ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে, হুমকির মুখে পড়ছে দেশের খাদ্য নিরাপত্তা এবং বাড়ছে দারিদ্র্য ও পানি সংকট। এর পাশাপাশি জলবায়ু উদ্বাস্তু, মাইক্রোপ্লাস্টিক দূষণ এবং কার্বন শোষণ হ্রাসের মতো সংকট দিন দিন আরও তীব্র হয়ে উঠছে।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের অনেক এলাকায় পূর্বে নেওয়া পরিকল্পনা পরবর্তীতে বাতিল করা হলেও সেসব সিদ্ধান্তের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি থেকে গেছে। ফলে আবারও চিংড়িঘের ভাঙতে কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। বাস্তবতা হলো— এসব ক্ষতির আর্থিক দায় শেষ পর্যন্ত সরকারকেই বহন করতে হচ্ছে।
তিনি বলেন, আমরা যদি ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষা করতে না পারি, তাহলে নীতিগত অবস্থান অর্থহীন হয়ে যাবে। অথচ, অনেক ক্ষেত্রে নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও বিষয়গুলো অকারণে বিতর্কিত করা হচ্ছে।



























