রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ১৩ ডিসেম্বর ২০২৫

রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার

রিজভীর বক্তব্য বোগাস, আমি এমন কিছু বলিনি : ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী শিবিরের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক রয়েছে—এ ধরনের বক্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ যে দিয়েছেন, তা সত্য নয়।

ডিএমপি কমিশনার বলেন, “আমি শুনেছি, এটি সম্পূর্ণ বোগাস কথাবার্তা। আমি এমন কোনো কথা বলিনি। ইতোমধ্যে এই বিষয়ে একটি রিজয়েন্ডারও জারি করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, সামাজিক মাধ্যমে একটি এআই তৈরি ছবি ব্যবহার করে বোগাস তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে, যা ভুলভাবে আমার বরাত দিয়ে প্রচার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়