অ্যাটর্নি জেনারেল
হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন, তা উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান।
শনিবার জেলার শৈলকূপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হাদি জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক। তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত, আমরা তার জন্য দোয়া করি।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে তারা সফল হবে না। সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর।”
সবশেষে তিনি সবাইকে বেগম খালেদা জিয়া ও শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান।



























