সৈয়দা রিজওয়ানা হাসান
ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি তৈরি করবে
তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন একটি শক্ত ভিত্তি তৈরি করবে। এই ভিত্তির ওপর দাঁড়িয়ে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে এবং সরকার জনগণের কাছে জবাবদিহির আওতায় আসবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, এটি শুধু নির্বাচন নয়, এক ধরনের গণভোট। সংস্কারসহ গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণ মতামত জানাতে পারবে।
তিনি বলেন, বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি, সেই লক্ষ্য অর্জনের যাত্রা এই নির্বাচন থেকেই শুরু করা সম্ভব হবে।
তিনি রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, প্রতিপক্ষ দমনে সহিংসতার কোনো স্থান নতুন বাংলাদেশে নেই। সরকার শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে।



























