বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ১৬ ডিসেম্বর ২০২৫

একাত্তর নিয়ে অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা দেশকে ছোট করে: শারমীন মুরশিদ

একাত্তর নিয়ে অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা দেশকে ছোট করে: শারমীন মুরশিদ
ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, একাত্তর নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা আমাদের দেশকে ছোট করে। এটা করা যাবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে গণমাধ্যমকর্মীদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন শারমীন মুরশিদ।

তিনি বলেন, ‘একাত্তরকে নিয়ে কোনো বিতর্ক করার দরকার নেই। একাত্তর আমাদের বড্ড গর্বের জায়গা। একাত্তর নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা আমাদের দেশকে ছোট করে। এটা করা যাবে না।’ 

দেশের অনেক রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের অনেকের মতে, চব্বিশের গণ-অভ্যুত্থানের শক্তি নতুন প্রেক্ষাপট উপস্থাপন করে একাত্তরকে মুছে ফেলতে চায়। 

শারমীন এস মুরশিদ বলেন, “একাত্তরে আমরা গণতন্ত্র চেয়েছিলাম, সাম্য চেয়েছিলাম, সমতা চেয়েছিলাম, আমাদের ন্যায্যতা চেয়েছিলাম। চব্বিশ কি ভিন্ন কিছু? সেই ন্যায্যতাই চেয়েছি, সেই সমান অধিকারই চেয়েছি, সেই গণতন্ত্র চেয়েছি।”

তিনি বলেন, “একাত্তরে ছোট ছোট ছেলেরা যে যুদ্ধ করেছিল, তাদের বয়স কত ছিল? একাত্তরের সেই মুখগুলোর সাথে চব্বিশের মুখগুলোর আমি তফাৎ করতে পারি না। আমি তো সেই একই বয়সের ছেলে মেয়েদেরকে দেখছি।

সর্বশেষ

জনপ্রিয়