বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ১৬ ডিসেম্বর ২০২৫

১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণঅভ্যুত্থান: আসিফ নজরুল

১৬ ডিসেম্বরের প্রত্যয় থেকেই জুলাই গণঅভ্যুত্থান: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

আইন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বরের প্রত্যয়ের শক্তিতেই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটি সুযোগ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আমি মনে করি, বাংলাদেশের মানুষের জন্য এটি শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনে জাতীয় স্মৃতিসৌধে এলে মুক্তিযুদ্ধের গৌরবগাথা, বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশ গড়ার প্রত্যয়ের কথা গভীরভাবে মনে পড়ে।’

তিনি আরও বলেন, ‘এখানে এলে ভালো লাগে। শহীদ মুক্তিযোদ্ধা ও আহত মুক্তিযোদ্ধারা—যারা নানা আত্মত্যাগের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন—তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়ে ওঠে।’

সর্বশেষ

জনপ্রিয়