মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ১৬ই ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে, দিনব্যাপী নানা আয়োজনে বিজয় দিবস পালিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রত্যুষে মুকসুদপুর থানা ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়ে, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুকসুদপুর থানা, বীর মুক্তিযোদ্ধা, মুকসুদপুর পৌরসভা, উপজেলা বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল।
মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
মুকসুদপুর থানার এস আই আব্দুল হাকিমের নেতৃত্বে সমাবেশ ও কুচকাওয়াজে অংশ নেয়, মুকসুদপুর থানা, আনসার বিডিবি, ফায়ার সার্ভিস ও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নানা প্রর্দশন ও পুরস্কার বিতরণ করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরে সকল মসজিদ, মন্দির গীর্জায় ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অফিসার্স ক্লাব মাঠে দিনব্যাপী চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
সন্ধ্যায় উপজেলা বিজয় সভাকক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে সমাপ্ত হয় মহান বিজয় দিবস উদযাপন।



























