জনশক্তি রপ্তানি দালালমুক্ত করতে হবে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে জনশক্তি রপ্তানি দালালমুক্ত না হলে কোনো কাজই সঠিকভাবে হবে না।
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দালালবেষ্টিত ব্যবস্থার কারণে সরকার কার্যকরভাবে হস্তক্ষেপ করতে পারছে না। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে অভিযোগ এসেছে—বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসনপ্রার্থীদের অনেক কাগজপত্র ভুয়া। এ কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে।
ড. ইউনূস আরও বলেন, পৃথিবীতে তারুণ্যের সংকট রয়েছে, আর বাংলাদেশ হলো তারুণ্যের খনি। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও মূল্যবান। সঠিকভাবে কাজে লাগাতে পারলে সারা পৃথিবীই বাংলাদেশের দিকে তাকাতে বাধ্য হবে।



























