বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ১৭ ডিসেম্বর ২০২৫

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান

আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না: তারেক রহমান
ছবি: সংগৃহীত

লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি লন্ডনের বিমানবন্দরে ভিড় বা হট্টগোল না করার অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস—এই দিনটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দীর্ঘ প্রায় ১৭-১৮ বছর আপনাদের সঙ্গে প্রবাসজীবন কাটানোর পর আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ আমি দেশে ফিরে যাচ্ছি।

দেশে ফেরার প্রসঙ্গে তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, ২৫ ডিসেম্বর যেন কেউ লন্ডনের এয়ারপোর্টে না যান। কারণ, বিমানবন্দরে ভিড় হলে হট্টগোল সৃষ্টি হতে পারে এবং এতে সবাই বাংলাদেশি হিসেবে চিহ্নিত হবে। এর ফলে দেশের সুনাম এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তারেক রহমান আরও বলেন, আজ এই সভায় উপস্থিত প্রত্যেকের কাছে আমার আন্তরিক অনুরোধ—দয়া করে সেদিন কেউ এয়ারপোর্টে যাবেন না। যারা আমার এই অনুরোধ রাখবেন, আমি ধরে নেব তারা দল ও দেশের স্বার্থে সম্মান ও মর্যাদাকে গুরুত্ব দেন। আর আমার নিষেধের পরও যারা সেখানে যাবেন, আমি মনে করতে বাধ্য হবো তারা ব্যক্তিগত স্বার্থে সেখানে উপস্থিত হয়েছেন।

সবশেষে তিনি বলেন, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাবো—এটাই আমার প্রত্যাশা।

সর্বশেষ

জনপ্রিয়