শনিবার ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৬, ২০ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল

ওসমান হাদির জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষ সমবেত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢল নামে। বেলা ১১টা বাজার আগেই এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

শ্রদ্ধাভাজনরা স্লোগান দেন, “আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”। সবাই হাদির হত্যার বিচার চাই দাবি করেন।

নিরাপত্তার জন্য মানিক মিয়া এভিনিউ ও আশেপাশের সকল প্রবেশপথে পুলিশ, র‍্যাব, আনসার ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। হৃদরোগ ইনস্টিটিউট থেকে শোকসন্তপ্ত সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে বিশাল শোক মিছিলের মাধ্যমে মরদেহ জানাজার মাঠে আনা হবে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহীদ হাদির পরিবারের ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। জানাজা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।

গত ১২ ডিসেম্বর, ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ারে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, সেখানে ১৭ ডিসেম্বর রাতে তিনি মারা যান। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মরদেহ দেশে আসে।

জনপ্রিয়