সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৫৭, ২২ ডিসেম্বর ২০২৫

নির্মাণস্থলে দুর্বৃত্তের গুলি, আহত সাইট ব্যবস্থাপক

নির্মাণস্থলে দুর্বৃত্তের গুলি, আহত সাইট ব্যবস্থাপক
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে সেবা নার্সিং ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে ঢুকে সাইট ব্যবস্থাপককে গুলি করেছে দুর্বৃত্তরা।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে মহাখালীর টিবি গেট সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই প্রকল্পের সাইট ব্যবস্থাপক মো. নাজিমুদ্দিন (৪২) গুলিবিদ্ধ হয়েছেন৷ 

এ ঘটনায় আহত মো. নাজিমুদ্দিন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে এবং বর্তমানে নাখালপাড়ায় বসবাস করতেন।

পুলিশের বরাতে জানা যায়, বিকেলে মাস্ক পরা ৮–১০ জন দুর্বৃত্ত নির্মাণাধীন ভবনে প্রবেশ করে। এক প্রকৌশলীকে না পেয়ে তারা সাইট ব্যবস্থাপক মো. নাজিমুদ্দিনকে মারধর করে এবং চলে যাওয়ার সময় গুলি করে পালায়। গুলিতে তাঁর বাঁ হাঁটুতে আঘাত লাগে। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

পরিবারের সূত্রে মতে, মাস্ক পরা সন্ত্রাসীরা ইঞ্জিনিয়ারকে না পেয়ে তাঁর ভাইকে মারধর করে এবং গুলি ছুড়ে পালিয়ে যায়।

বনানী থানার ওসি জানান, বিকেলে নার্সিং ইনস্টিটিউটের সামনে সংঘটিত গুলির ঘটনায় একজন আহত হন। গুলিটি তাঁর পা ভেদ করে বেরিয়ে গেছে ভুক্তভোগী মামলা করেছে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্তে ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়