ভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি ও পুলিশের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা (এসপি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী সম্মেলনে এই দাবি তুলে ধরেন তাঁরা। সম্মেলনে ডিসি–এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।
পুলিশ সুপাররা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অত্যন্ত জরুরি। পাশাপাশি নির্বাচনী সময় আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয়তার কথাও জানান তারা।
এসপিদের মন্তব্য অনুযায়ী, প্রতিনিয়ত অভিযান পরিচালনা, আসামি গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে বিভিন্ন সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। যানবাহনের সংকট, জনবল ঘাটতি এবং একই দিনে একাধিক নির্বাচনী দায়িত্ব পালনের মতো চ্যালেঞ্জগুলো উল্লেখ করে তারা বলেন, অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের নির্বাচনী কেন্দ্রে নিয়োজিত রাখার বিষয়টিও বিবেচনায় আনা উচিত।
বিগত নির্বাচনগুলোতে পুলিশের বাজেটে বৈষম্য ছিল বলেও উল্লেখ করেন এসপিরা। এবারের নির্বাচনে সেই বাজেট বাড়ানোর পাশাপাশি পুলিশের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জোর দাবি জানান তারা।
অন্যদিকে জেলা প্রশাসকরা মাঠপর্যায়ের বৈধ অস্ত্র দ্রুত রিকভারি করতে পুলিশের সহযোগিতা চান। দুর্গম এলাকায় যাতায়াতে হেলিকপ্টার সুবিধা প্রদান এবং এআই ও অপতথ্য মোকাবেলার চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা। জেলা প্রশাসকরা আরও জানান—আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে তারা আইনের বাইরে কোনো পদক্ষেপ নিতে চান না।



























