তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে : রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনাকে ঘিরে মানুষের মহামিলন ঘটবে।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। সেদিন তাঁর সংবর্ধনায় অর্ধকোটি মানুষের উপস্থিতি আশা করছি।’
মঙ্গলবার দুপুরে সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি আরও জানান, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি দল থেকেও সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আন্তরিকতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, দেশে পৌঁছে তারেক রহমান প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।



























