হিলি বন্দর বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা
ভারতীয় পেঁয়াজ আমদানি বেড়ে যাওয়ায় দিনাজপুরের হিলি বাজারে নিম্নমুখী পেঁয়াজের দাম। আগে যার কেজি ৭৫ টাকা ছিল, এখন সেই পেঁয়াজই পাইকারি বাজারে ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। দাম কমে যাওয়ায় বাজারে স্বস্তির বাতাস বইছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, চার দিনের ব্যবধানে কেজিপ্রতি প্রায় ৪০ টাকা কমেছে পেঁয়াজের দাম।
ভারতীয় পেঁয়াজের পাশাপাশি দেশি মুড়ি পেঁয়াজেও দেখা গেছে একই প্রবণতা। চার দিন আগে ৮০–৯০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ বর্তমানে ৫৫ টাকায় মিলছে।
পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, “এক সপ্তাহ আগেও প্রায় ১০০ টাকায় পেঁয়াজ কিনেছি। আজ খুচরায় ৪০ টাকায় পেয়ে অনেকটাই স্বস্তি পেলাম।”
আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “পেঁয়াজের দাম কমা মানে আমাদের বড় উপকার। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যখন কমে, সংসার চালানোও সহজ হয়।”
সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ জানান, “তিন–চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। আমরা এখন ৩৫ টাকায় কিনে ৪০ টাকায় পাইকারি বিক্রি করছি।”
পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হওয়ার পর বাজারে সরবরাহ বেড়েছে। পর্যাপ্ত আমদানি থাকায় দামও দ্রুত কমে এসেছে। তিনি বলেন, “প্রকারভেদে ৩০–৪০ টাকার মধ্যে পাইকারি বিক্রি করছি। আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমার সম্ভাবনা আছে।”



























