শনিবার ০৩ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:১১, ৩ জানুয়ারি ২০২৬

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১২ লাখ ৫৫ হাজার

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১২ লাখ ৫৫ হাজার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীসহ বিশেষ শ্রেণির ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১২ লাখ ৫৫ হাজার ৮৫ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রকাশিত তথ্যানুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জন দেশের ভেতর থেকে এবং বাকি ভোটাররা নিবন্ধন করেছেন বিদেশ থেকে। লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নিবন্ধিতদের মধ্যে ১০ লাখ ৮১ হাজার ৩৮০ জন পুরুষ এবং ১ লাখ ৭৩ হাজার ৭০৩ জন নারী।

ইসি জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী নিবন্ধন সম্পন্ন করা ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এবারই প্রথমবারের মতো আইটি-নির্ভর পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থার আওতায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।

গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর নির্ধারিত থাকলেও, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় ইসি।

বর্তমানে যেসব দেশে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে, তার মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, মিসর, লিবিয়া, নাইজেরিয়া, কেনিয়া, মরক্কো, তাইওয়ান, আর্জেন্টিনা, ঘানা, তানজানিয়া, সোমালিয়া, চিলিসহ আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার বহু দেশ।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

জনপ্রিয়