ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি জানান, আগামী দুই দিন দেশের বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের সঙ্গে হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে আলোচনা করা হবে।
এছাড়া, ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার মামলার চার্জশিট দাখিলের জন্য আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ৭ তারিখের পর আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।



























