শপথ নিলেন বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
শুক্রবার ডেপুটি সেক্রেটারি অব স্টেট মাইকেল আর. ম্যাকফল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ শেষে ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে পুনরায় দায়িত্ব নিতে পেরে তিনি গভীরভাবে আনন্দিত। বাংলাদেশকে তিনি এমন একটি দেশ হিসেবে উল্লেখ করেন, যেটিকে তিনি খুব ভালোভাবে চেনেন ও জানেন।
তিনি আরও বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একটি দক্ষ ও শক্তিশালী দলকে নেতৃত্ব দিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। তার লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করা, প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে কাজ করা এবং প্রতিদিন নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধিশালী করে তোলা।
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ জানুয়ারি তিনি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।



























