রোববার ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৫২, ১০ জানুয়ারি ২০২৬

ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ব্যাংকের সুদের হার (ইন্টারেস্ট রেট) এই মুহূর্তে কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “অর্থ উপদেষ্টা হিসেবে ব্যর্থ হবো না—এমনটাই আশা করি। দ্রুত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়াই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকিং খাত অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যাংক সুদের হার কমানো এখনই সম্ভব নয়। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার এককভাবে সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এ জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কমিউনিটির সক্রিয় সহায়তা প্রয়োজন বলে জানান ড. সালেহউদ্দিন আহমেদ।

জনপ্রিয়