রোববার ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ১১ জানুয়ারি ২০২৬

কালচে ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায়

কালচে ঠোঁট গোলাপি করার ঘরোয়া উপায়
ছবি: সংগৃহীত

ডিহাইড্রেশন, অতিরিক্ত রোদে পোড়া, ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ কিংবা নিম্নমানের প্রসাধনী ব্যবহারের কারণে অনেকেরই ঠোঁট কালচে হয়ে যায়। যদিও বাজারে বিভিন্ন কসমেটিক ট্রিটমেন্ট পাওয়া যায়, সেগুলো প্রায়ই ব্যয়বহুল এবং সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে।

অন্যদিকে, প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার নিরাপদ, সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান দেয়। অ্যালোভেরা, বিটরুট, মধু ও গোলাপের পাপড়ির মতো উপাদান ঠোঁটের রং হালকা করার পাশাপাশি গভীর পুষ্টি জোগায়। নিয়মিত ব্যবহারে ঠোঁট থাকে নরম, আর্দ্র ও স্বাস্থ্যোজ্জ্বল।

চলুন জেনে নেওয়া যাক কালচে ঠোঁট গোলাপি করার কিছু কার্যকর ঘরোয়া উপায়—

১. লেবু ও মধু

লেবু একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট, যা ঠোঁটের কালচে ভাব হালকা করতে সাহায্য করে।
অন্যদিকে, মধু গভীরভাবে আর্দ্রতা জোগায় ও শুষ্কতা প্রতিরোধ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ক্ষতি দূর করে এবং পরিবেশগত ক্ষতি থেকে ঠোঁটকে রক্ষা করে।

ব্যবহার:

লেবুর রস ও মধু সমপরিমাণে মিশিয়ে রাতে ঠোঁটে লাগান। ১৫–২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

২. গোলাপের পাপড়ি ও দুধের পেস্ট

গোলাপের পাপড়ি ঠোঁটে প্রাকৃতিক গোলাপি আভা যোগ করে। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত ত্বক আলতোভাবে তুলে ফেলে, ফলে ঠোঁট হয় নরম ও কোমল।

ব্যবহার:

রাতে দুধে ভেজানো গোলাপের পাপড়ি বেটে পেস্ট বানিয়ে ঠোঁটে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

৩. বিটরুটের রস

বিটরুটে থাকা প্রাকৃতিক রঞ্জক ঠোঁটকে গোলাপি আভা দেয় এবং ধীরে ধীরে কালচে ভাব কমায়। এতে থাকা আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট ঠোঁটকে ভেতর থেকে পুষ্টি জোগায়।

ব্যবহার:

ঘুমানোর আগে ঠোঁটে তাজা বিটরুটের রস লাগান। সকালে ধুয়ে ফেলুন।

৪. অ্যালোভেরা জেল

অ্যালোভেরায় থাকা অ্যালোইন একটি প্রাকৃতিক রং হালকা করার উপাদান। এর প্রদাহ-বিরোধী ও হাইড্রেটিং বৈশিষ্ট্য ঠোঁট ফাটা কমায় এবং আর্দ্রতা ধরে রাখে।

ব্যবহার:

খাঁটি অ্যালোভেরা জেলের পাতলা স্তর ঠোঁটে লাগিয়ে সারারাত রেখে দিন। প্রতিদিন ব্যবহার করলে সর্বোচ্চ উপকার পাওয়া যায়।

৫. চিনি ও অলিভ অয়েলের স্ক্রাব

এই প্রাকৃতিক স্ক্রাব মৃত ত্বক দূর করে, যা ঠোঁটকে নিস্তেজ ও কালচে করে তোলে।
অলিভ অয়েলে থাকা ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড ঠোঁটকে গভীরভাবে পুষ্টি দেয় এবং শুষ্কতা রোধ করে।

ব্যবহার:

চিনি ও অলিভ অয়েল মিশিয়ে হালকা হাতে ১–২ মিনিট ঠোঁটে ম্যাসাজ করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পরামর্শ:

  • পর্যাপ্ত পানি পান করুন
  • ধূমপান ও অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন
  • বাইরে গেলে লিপ বাম বা SPF যুক্ত লিপ প্রটেক্টর ব্যবহার করুন
  • নিয়মিত যত্নেই ফিরে পেতে পারেন স্বাস্থ্যকর, নরম ও গোলাপি ঠোঁট 

সর্বশেষ

জনপ্রিয়