সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে আজ রোববার (১১ জানুয়ারি) সশস্ত্র বাহিনীসহ ১৬টি গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সভার তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলির সমন্বয় সাধনের উদ্দেশ্যে রোববার সকালে় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) সভাপতিত্ব করবেন। এতে উপস্থিত থাকবেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি), র্যাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা বা তাদের প্রতিনিধিরা।
বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষায় সংস্থাগুলোর ভূমিকা এবং পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।



























