পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট
বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা নয়, বরং নিজের পোশাকের মাধ্যমেই শ্বশুরবাড়ি ও স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নজর কেড়েছেন এই তারকা।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া ভাট। সেখানে তার পরনে থাকা শার্টই মুহূর্তে আলোচনার বিষয় হয়ে ওঠে। শার্টের বুকের কাছে সাদা সুতোয় নকশা করে হিন্দিতে লেখা ছিল একটি শব্দ—‘কাপুর’। শ্বশুরবাড়ির এই পদবি নিজের পোশাকে তুলে ধরে যেন পরিবারের প্রতি নিজের গর্ব আর সম্মানই প্রকাশ করলেন অভিনেত্রী।
অনুষ্ঠানে আলিয়ার ছিমছাম মেকআপ, পরিপাটি হেয়ারস্টাইল আর আভিজাত্যপূর্ণ সাজ উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় সেই ‘কাপুর’ লেখা শার্ট। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেন, আলিয়াকে দেখতে ঠিক যেন কাপুর পরিবারের ‘রানি’। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মতে, পোশাকের মাধ্যমেও যে পরিবারের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করা যায়, তার দারুণ উদাহরণ দিলেন আলিয়া ভাট।
কাজের দিক থেকেও ভীষণ ব্যস্ত সময় পার করছেন আলিয়া। অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা ও শুটিং নিয়েও ছুটে চলেছেন একের পর এক প্রজেক্টে। তবু এত ব্যস্ততার মাঝেও সংসার ও পারিবারিক দায়িত্বে কোনো ঘাটতি নেই তার। কাপুর পরিবারের পুত্রবধূ হিসেবে নিজের অবস্থান ও গর্বের কথা আগেও একাধিকবার প্রকাশ করেছেন তিনি।
নিজের মা ও বোনের মতোই শাশুড়ি নীতু কাপুরের সঙ্গেও আলিয়ার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দুই পরিবারকেই সমান গুরুত্ব দিয়ে সামলানোর দক্ষতার জন্যও প্রশংসিত হন এই অভিনেত্রী।
বলিউডে দীর্ঘ সময় ধরে নানা নামকরা পরিবারের প্রভাব থাকলেও কাপুর পরিবারকে বরাবরই অন্যতম শক্তিশালী ও মর্যাদাসম্পন্ন হিসেবে ধরা হয়। ২০২২ সালে রণবীর কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই সেই পরিবারেরই একজন গুরুত্বপূর্ণ সদস্য আলিয়া ভাট। পেশাগত সাফল্য আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য—দুটোই সুন্দরভাবে ধরে রাখার কারণেই বারবার শিরোনামে উঠে আসেন তিনি।



























