সবজি-পেঁয়াজের দামে স্বস্তি, দাম চড়া মুরগির
রাজধানীর বাজারে শীতকালীন সবজি ও পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কমেছে, যা ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে। তবে মুরগির দাম আগের মতোই চড়া থাকায় আমিষের বাজারে স্বস্তি নেই।
শুক্রবার (১৬ জানুয়ারি) কারওয়ান বাজারে দেখা গেছে, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, শিমসহ বেশিরভাগ শীতকালীন সবজি এখন সহজলভ্য। মাছের বাজারেও সরবরাহ ভালো থাকলেও ছুটির দিন হওয়ায় ক্রেতার উপস্থিতি তেমন চোখে পড়েনি।
মাঘ মাসের শুরুতেই বেড়ে যাওয়া সরবরাহের কারণে সবজির দাম কমেছে। পেঁয়াজের বাজারেও নতুন দেশি পেঁয়াজের পাশাপাশি বিদেশ থেকে আমদানি হওয়া পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এর ফলে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ১৫-২০ টাকা।
অন্যদিকে, মুরগির দাম বেড়ে যাওয়ায় আমিষের বাজারে স্বস্তি নেই এবং ক্রেতারা এখনও মূল্যবৃদ্ধির চাপ অনুভব করছেন।



























