শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ১৬ জানুয়ারি ২০২৬

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৬

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত বেড়ে ৬
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সাততলা একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের সূত্রপাত দ্বিতীয় তলায়, যা ধোঁয়া ও শিখায় আটকা পড়া বাসিন্দাদের জন্য প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়।

ঘটনাটি শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঘটে। প্রথমদিকে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল নিহতের সংখ্যা ৩ জন জানিয়েছিল। পরে পুলিশ নিশ্চিত করেছে, মৃতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টায় দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত তৎপরতার মাধ্যমে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে, এবং প্রায় ১০টার দিকে পুরোপুরি নির্বাপন করা হয়।

নিহতদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। ফজলে রাব্বির মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে, তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আর মেয়ের মরদেহ লুবানা হাসপাতালে। হারিস ও তার ছেলের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে, এবং তার ভাতিজির মরদেহ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।