বুধবার ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ২১ জানুয়ারি ২০২৬

জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি মিলবে : আইন উপদেষ্টা

জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি মিলবে : আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে শুরু করেছে। ই-বেইল বন্ড প্রবর্তনের মাধ্যমে জামিন মঞ্জুর হওয়ার পর এখন আর কাউকে অযথা ঘণ্টার পর ঘণ্টা কিংবা সপ্তাহজুড়ে কারাগারে অপেক্ষা করতে হবে না।

বুধবার সকালে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের আটটি জেলায় একযোগে ‘ই-বেইল বন্ড’ ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগে জামিন মঞ্জুর হলেও মুক্তি পেতে একাধিক ধাপ অতিক্রম করতে হতো। এর ফলে বিচারপ্রার্থীদের অপ্রয়োজনীয় সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করতে হতো। অনেক ক্ষেত্রে জামিন পাওয়ার পরও মুক্তির প্রক্রিয়া শেষ হতে কয়েক দিন সপ্তাহ লেগে যেত।

নতুন এই ডিজিটাল ব্যবস্থায় বিচারকের স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বেইল বন্ড স্বয়ংক্রিয়ভাবে ও সরাসরি জেলখানায় পৌঁছে যাবে। ফলে কারাগারে আটক ব্যক্তি কয়েক ঘণ্টা বা সর্বোচ্চ এক দিনের মধ্যেই মুক্তি পাবেন।

ড. আসিফ নজরুল আরও বলেন, এই সিস্টেমে প্রতিটি ধাপের তথ্য এবং কে কখন স্বাক্ষর করছেন—সবকিছুই একটি ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি অভিযুক্ত ও তাদের পরিবারের যাতায়াত ব্যয় কমবে এবং সরকারের অপ্রয়োজনীয় কারা ব্যয়ও উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।