বুধবার ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ২০ জানুয়ারি ২০২৬

‘গণভোট’ রাষ্ট্র পরিচালনায় মাইলফলক হবে: আলী ইমাম

‘গণভোট’ রাষ্ট্র পরিচালনায় মাইলফলক হবে: আলী ইমাম
ছবি: সংগৃহীত

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আয়োজিত গণভোট দেশের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আজ বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দরগাহ হাট মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, এই গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। জুলাই সনদ কেবল একটি দলিল নয়; এটি দেশের গণতন্ত্র, সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করার একটি সুস্পষ্ট রূপরেখা।

আলী ইমাম মজুমদার আরও বলেন, জুলাই সনদকে যথাযথভাবে ধারণ ও বাস্তবায়নের মাধ্যমেই একটি স্থিতিশীল ও শক্তিশালী রাষ্ট্র গঠন সম্ভব। এজন্য দেশের প্রতিটি সচেতন নাগরিককে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

তিনি ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জুলাই সনদকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বলেন, এ সিদ্ধান্তই হবে আগামী প্রজন্মের জন্য আমাদের সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ।