হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর নির্বাচনী প্রতীক ‘হাঁস’।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।
কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, “আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাঁরাই আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। আমি যেখানে যাই, মানুষ আমাকে দেখলেই—বিশেষ করে ছোট ছোট বাচ্চারা—চিৎকার করে বলে ওঠে, ‘আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা’। তাই এই প্রতীক শুধু আমার নয়, এটি আমার ভোটারদের প্রতীক।”
তিনি আরও বলেন, “হাঁসের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। আমি নিজে হাঁস পালন করতাম। একবার আমার পালিত হাঁস চুরি হয়ে গেলে আমি চোরকে ছাড় দিইনি। আইনের আশ্রয় নিয়েছি, মামলা করেছি, এমনকি জেলেও পাঠিয়েছি।”
ব্যারিস্টার রুমিন ফারহানার ভাষায়, হাঁস প্রতীক তাঁর সংগ্রাম, সাহস ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকার প্রতীক—যা তাঁর ভোটারদের আবেগ ও ভালোবাসার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে।



























