এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ড্রোন, ডগ স্কোয়াড, বিএনসিসি ও গার্লস গাইড সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা এমন থাকবে যে ব্যালট বাক্স ছিনতাইয়ের সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিআইডি সদর দপ্তরে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন আইজিপি বাহারুল আলম এবং সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ।
উপদেষ্টা জানান, এবার প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী সদস্য (দুজন পুলিশ ও তিনজন আনসার) মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে থাকবে ছয়জন অস্ত্রধারী সদস্য। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে অস্ত্রবিহীন ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে চারজন নারী।
সিআইডি প্রধান জানান, সংস্থার ৯০ শতাংশ জনবল নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে এবং সাইবার ইউনিট অনলাইন কার্যক্রমে কঠোর নজর রাখবে। সভা শেষে কৃতিত্বপূর্ণ কাজের জন্য সিআইডি কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।



























