ইসির ওপর কোনো চাপ নেই, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হচ্ছে : রহমানেল মাছউদ
নির্বাচন কমিশনের (ইসি) ওপর কোনো ধরনের চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সরকার বা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো চাপ বা অসহযোগিতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন,
“আমরা কোনো চাপ পাইনি। কোনো পক্ষ থেকেই কোনো ধরনের চাপ নেই। নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব রাজনৈতিক দলকে সাধুবাদ জানানো হয়েছে এবং কমিশনের ধারণা অনুযায়ী সব দলই পূর্ণ সহযোগিতা করছে। এই সহযোগিতার মাধ্যমেই একটি ভালো নির্বাচন করা সম্ভব হবে বলে কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে।
ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বিঘ্নে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে আসুন। ভোট দেওয়া আপনার নাগরিক দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে।”
নির্বাচন কমিশনার জানান, প্রায় দেড় মাস আগে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। এই সময়ে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কমিশনের নজরে আসেনি। তিনি আশা প্রকাশ করেন, পরিবর্তিত পরিবেশে ভোটাররা কেন্দ্রে এসে ভোট দেবেন।



























