বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ২৮ জানুয়ারি ২০২৬

নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব

নির্বাচনের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না। তবে নিজ উদ্যোগে, অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পরিস্থিতির সার্বিক খোঁজখবর রাখবে দেশটি।

বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান ইসি সচিব।

তিনি বলেন, প্রতিনিধি দলটি আমাদের জানিয়েছে যে নির্বাচন উপলক্ষে তাদের পক্ষ থেকে কোনো সরকারি পর্যবেক্ষক দল আসবে না। তবে যুক্তরাষ্ট্র থেকে একটি স্বাধীন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসতে পারে। পাশাপাশি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নিজ উদ্যোগে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে যাবেন।

ইসি সচিব আরও জানান, এটি কোনো আনুষ্ঠানিক পরিদর্শন নয়। তারা স্বতঃস্ফূর্তভাবে মাঠপর্যায়ে গিয়ে ভোটের পরিবেশ ও পরিস্থিতি দেখবেন। এ বিষয়ে তাদের আগ্রহের কথা নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে এবং কমিশন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

বৈঠকে প্রতিনিধি দলটি নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে তাদের আগ্রহ ও কৌতূহল বেশি ছিল বলেও জানান আখতার আহমেদ।

সর্বশেষ