বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ২৭ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে প্রতিরক্ষা শিল্প পার্ক

চট্টগ্রামে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে প্রতিরক্ষা শিল্প পার্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্বে নির্ধারিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় নতুন করে প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান। সভায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

চৌধুরী আশিক মাহমুদ জানান, মিরসরাইয়ে প্রায় ৮০ একর জমি অতীতে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে সেই প্রকল্প বাতিল হওয়ায় জমিটি নতুনভাবে প্রতিরক্ষা শিল্প পার্ক হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পার্ককে বেজার জাতীয় মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, “বৈশ্বিক প্রতিরক্ষা শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই খাতে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রবেশের বাস্তব সুযোগ রয়েছে। একই সঙ্গে এই পার্কের মাধ্যমে দেশের সামরিক সরঞ্জামের সরবরাহব্যবস্থা আরও নিরাপদ করা সম্ভব হবে।”

সাম্প্রতিক বৈশ্বিক সংঘাতের উদাহরণ টেনে তিনি আরও বলেন, আধুনিক যুদ্ধবিমান নয়, অনেক সময় গুলি, ট্যাংকের অ্যাক্সেলসহ মৌলিক সামরিক সরঞ্জামের ঘাটতিই বড় সংকট সৃষ্টি করে। এসব সরঞ্জাম দেশেই উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা, প্রধান উপদেষ্টার কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে যৌথ আলোচনার ফল হিসেবেই এই প্রস্তাব এসেছে। নীতিগত অনুমোদনের পর দ্রুত জাতীয় অর্থনৈতিক অঞ্চল মাস্টারপ্ল্যানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক অন্তর্ভুক্ত করার কার্যক্রম শুরু হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেজা।

এছাড়া সভায় কুষ্টিয়া চিনিকলকে পূর্ণাঙ্গ শিল্প পার্কে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেজার গভর্নিং বডির সভায়।