বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ২৭ জানুয়ারি ২০২৬

নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল

নির্বাচনে আচরণবিধি প্রায় শতভাগ নিশ্চিত করতে পেরেছি: ইসি আনোয়ারুল
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ পর্যন্ত ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়েছে। নির্বাচন কমিশনের মতে, আচরণবিধি বাস্তবায়নে তারা প্রায় শতভাগ সফলতা অর্জন করতে পেরেছে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আচরণবিধি ভঙ্গের অভিযোগে ৯৪টি মামলা দায়ের হয়েছে। ৩০০ সংসদীয় আসনের মধ্যে মাত্র ১২৮টি আসনে এসব ১৪৪টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, প্রতিটি মনোনয়নপত্রের সঙ্গে দলীয় প্রধান ও প্রার্থীর অঙ্গীকারনামা সংযুক্ত রয়েছে। সেই অঙ্গীকারনামার ভিত্তিতে প্রত্যেক রিটার্নিং অফিসার প্রার্থীদের একত্র করে আচরণবিধি মেনে চলার বিষয়ে অঙ্গীকার গ্রহণ করেছেন। এর ফলে আচরণবিধি পালনে ইতিবাচক প্রভাব পড়েছে।

নির্বাচন কমিশনার আরও বলেন, অতীতের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে শতভাগ আচরণবিধি প্রতিপালনের কথা বলা না গেলেও বাস্তব পরিস্থিতি অনেক উন্নত। রাস্তাঘাট, মাঠ-ময়দান ও বাজারঘাটে গেলেই পরিবেশের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা স্পষ্টভাবে বোঝা যায়। এর মূল কারণ হলো মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী ও দলের দেওয়া অঙ্গীকার।

তিনি বলেন, এ অঙ্গীকারের বাস্তব প্রতিফলনের পাশাপাশি রিটার্নিং অফিসার ও মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম পরিচালনা করেছেন।

মাঠপর্যায়ের পরিবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে অনুষ্ঠিত আগের বহু নির্বাচনের তুলনায় এবার সবচেয়ে ভালো ও অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে নির্বাচন কমিশন মনে করে।