বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ২৮ জানুয়ারি ২০২৬

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে ভারতের সংসদে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা হচ্ছে। 

বুধবার ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় তাঁর স্মরণে শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।

রাজ্যসভার কার্যতালিকা সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি প্রকাশিত সূচি অনুযায়ী আজকের অধিবেশনে তিনজন প্রয়াত রাজনৈতিক নেতার প্রতি শ্রদ্ধা জানানো হবে। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একই সঙ্গে স্মরণ করা হবে ভারতের সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদিকে।

এদিন ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভাতেও একাধিক প্রয়াত নেতার স্মরণে শোকপ্রস্তাব আনার কর্মসূচি রয়েছে। লোকসভায় যাঁদের জন্য শোকপ্রস্তাব তোলা হবে, তাঁদের মধ্যেও সুরেশ কালমাদির নাম অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখযোগ্য যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে ভারতের সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের সূচনালগ্নের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবেই এসব শোকপ্রস্তাব উত্থাপন করা হচ্ছে।

প্রসঙ্গত, খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তাঁর দাফন সম্পন্ন হয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।