বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২৮ জানুয়ারি ২০২৬

জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে জনগণের নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। তিনি আরও বলেছেন, “যুক্তরাষ্ট্র কোনো পক্ষের পক্ষে নেই, আমরা জনগণের পক্ষে।”

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও অন্তর্বর্তী সরকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র অত্যন্ত আগ্রহী এবং বাংলাদেশে কোনো পক্ষের পক্ষে অবস্থান নেবে না।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি ঢাকায় এসে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।