বুধবার ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১২:৫১, ১৪ জুন ২০২৪

টাঙ্গাইলে মহাসড়কে থেমে থেমে যানজট

টাঙ্গাইলে মহাসড়কে থেমে থেমে যানজট
সংগৃহীত

পবিত্র ঈদুল আযকের সামনে রেখে ঘরমুখো মানুষেরা নিজ বাড়িতে যাওয়ার কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে উত্তরবঙ্গগামী লেনে সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৪ জুন) ভো‌রে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কালিহাতী উপ‌জেলার পুংলী এলাকায় এক‌টি ট্রাক উল্টে যায়। এতে মহাসড়‌কে বন্ধ হ‌য়ে যায় গাড়ি চলাচল।

জানা যায়, এরই ফ‌লে মহাসড়‌কের পুংলী থেকে টাঙ্গাইলের আশিকপুর বাইপাস পর্যন্ত এলাকা জু‌ড়ে যানজটের সৃ‌ষ্টি হয়। প‌রে সকাল সা‌ড়ে ৮টার দি‌কে ট্রাক‌টি স‌রি‌য়ে নিলে গতি ফেরে মহাসড়কে।

এতে ট্রা‌কে থাকা বস্তাগু‌লো সড়‌কে ছড়ি‌য়ে ছি‌টি‌য়ে প‌ড়ে। ফ‌লে কিছ‌ু সময় গাড়ি চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লে‌নে। ত‌বে সার্ভিস লেন চালু ছিল। ‌ক্ষতিগ্রস্ত ট্রাক‌টি স‌রি‌য়ে নেওয়ার পর দ্রুত গ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।

আ/ম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়