মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৫১, ৩০ ডিসেম্বর ২০২৫

শুরু হয়েছে জিয়া উদ্যানে কবর খননের কাজ

শুরু হয়েছে জিয়া উদ্যানে কবর খননের কাজ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকে কবর খননের কাজ শুরু হয়েছে।

বুধবার জানাজা শেষে তাকে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে। দাফন কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিএনপি সব ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন।

খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে, এবং বিএনপি সাত দিনের শোক পালন করছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক।

জনপ্রিয়