মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ৩০ ডিসেম্বর ২০২৫

সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল

সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেল
ছবি: সংগৃহীত

সংগীতাঙ্গনে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিগত জীবনে আবারও কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। পারস্পরিক মতের অমিল ও মানসিক দূরত্বের কারণে শেষ হয়েছে তার দ্বিতীয় দাম্পত্য জীবন।

তার স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হয়ে যাওয়ার কারণ।’

তিনি আরও জানান, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। পাশাপাশি এ বিষয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

ফেসবুক পোস্টে তাদের কন্যা সন্তানের কথাও উল্লেখ করেন সানাউল্লাহ নূর। তিনি লেখেন, ‘আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে। সন্তানের মা হিসেবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন।’ একই সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সানাউল্লাহ নূর ও সালমার বিয়ে হয়। পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলো।

এনটিভি আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘ক্লোজআপ: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে পরিচিতি পান মৌসুমী আক্তার সালমা। এরপর আধুনিক ও লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

এর আগে ২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিকের সঙ্গে সালমার বিয়ে হয়েছিল। সেই সংসারের বিচ্ছেদ ঘটে ২০১৬ সালের ২০ নভেম্বর। প্রথম সংসারে স্নেহা নামে সালমার একটি কন্যা সন্তান রয়েছে।

সালমার দ্বিতীয় বিবাহবিচ্ছেদের খবরে তার ভক্ত ও সংগীতাঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত শিল্পীর পক্ষ থেকে আলাদা কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়