‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ১০ লাখ ছাড়ালো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ১০ লাখ ৪১ হাজার ৪৫১ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
মঙ্গলবার (আজ) দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
ইসি জানায়, প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এই নিবন্ধন করছেন। মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৪ হাজার ১৬৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ২৮৩ জন।
প্রবাসী ভোটারদের নিবন্ধনের ক্ষেত্রে দেশভিত্তিক শীর্ষে রয়েছে সৌদি আরব। দেশটি থেকে ১ লাখ ৮৭ হাজার ১৭৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এর পরের অবস্থানে রয়েছে কাতার (৬৬ হাজার ২৪৮), মালয়েশিয়া (৫৬ হাজার ৬৬৩), ওমান (৪৭ হাজার ৪৮৪) এবং সংযুক্ত আরব আমিরাত (৩১ হাজার ৩৯৯)।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ২১ জন ভোটার। জেলাভিত্তিক হিসেবে শীর্ষে রয়েছে কুমিল্লা, যেখানে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৭৭৭ জন ভোটার। এরপর ঢাকায় ৭৭ হাজার ২১৯ জন এবং চট্টগ্রামে ৭১ হাজার ৫২৫ জন ভোটার নিবন্ধন করেছেন।
আসনভিত্তিক পরিসংখ্যানে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে—১৩ হাজার ৬৫১ জন। এরপর রয়েছে চট্টগ্রাম-১৫ আসন (১১ হাজার ৪৮) এবং নোয়াখালী-১ আসন (১০ হাজার ৯৭৬)।
এদিকে, নির্বাচন কমিশন সম্প্রতি নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করেছে। প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্ব পালনকারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামীকাল ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন।
উল্লেখ্য, ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বর্তমানে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারছেন। তবে প্রবাসী ভোটারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করা বাধ্যতামূলক।



























